কেরলে আক্রান্ত হওয়া ব্যক্তিদের মধ্যে মাঙ্কি পক্সের যে রূপ দেখা দিয়েছে, তা ইউরোপে আক্রান্তদের মধ্যে পাওয়া রূপের থেকে আলাদা। পরীক্ষা-নিরীক্ষার পর এমনটাই জানিয়েছেন, সিএসআইআর ইনস্টিটিউট অব জিনোমিক্স অ্যান্ড ইন্টিগ্রেটিভ বায়োলজির বিজ্ঞানীরা।
কেরলের আক্রান্ত ব্যক্তিদের নমুনার জিনের গঠন পরীক্ষা করার পরই তাঁরা এই দাবি করেছেন।বিজ্ঞানীরা জানিয়েছেন, কেরলের আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মাঙ্কি পক্সের যে রূপটি দেখা গিয়েছে, তা এ-২ রূপ। এর আগে মাঙ্কি পক্সের এ-২ রূপটি মূলত আমেরিকা এবং তাইল্যান্ডে দেখা গিয়েছে। তবে ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া মাঙ্কিপক্সের রূপটি বি-১।