খেলাই হল না সুরো কৃষ্ণের

কালের কণ্ঠ প্রকাশিত: ২৯ জুলাই ২০২২, ১৮:৫৪

সাম্প্রতিক পারফরম্যান্স আশা জাগাচ্ছিল বক্সার সুরো কৃষ্ণকে। ভাল কিছু করার প্রত্যয় নিয়ে কমনওয়েলথ গেমসে অংশ নিতে বার্মিংহাম যান এই বক্সার। কিন্তু সেখানে তাঁর খেলাই হলো না। নামতে পারেননি বক্সিং রিংয়ে।


ম্যাচের আগে শারীরিক ভাবে ফিট না থাকায় বক্সিং রিংয়ে নামার অনুমতি দেয়নি আয়োজক কমিটি।


 


সুরো কৃষ্ণের লাইট ওয়েল্টারওয়েইট ওজন শ্রেণিতে (৬০-৬৩.৫ কেজি) খেলার কথা ছিল। রিংয়ে নামতে না পেরে হতাশা প্রকাশ করেছেন সুরো। তিনি বলেছেন,'ঘুম থেকে উঠে নাস্তা করে মেডিকেল টেস্ট যখন দেই, তখন কোন সমস্যা হয়নি আমার। অথচ প্রেশার মেপে ডাক্তাররা বেশি পায়। দ্বিতীয়বারের পরীক্ষায়ও বেশি আসলে আমাকে খেলার অনুমতি দেয়নি। অথচ এর কিছুক্ষণ পরেই আমার প্রেশার স্বাভাবিক হয়ে যায়। এখন ভাঙা মন নিয়ে আমার ইভেন্টের খেলা দেখছি। এটা দুর্ভাগ্য না তো কী? কোনো দুর্বলতা কাজ করেনি আমার মধ্যে। গতরাতে ভাল ঘুম না হওয়ার কারণেই হয়তো এমনটা হয়েছে। '


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us