যুক্তরাষ্ট্রে মাঙ্কিপক্সের সংক্রমণ বেড়েই চলেছে। এরই অংশ হিসেবে দেশটির নিউইয়র্ক ও সানফ্রান্সিস্কোতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। তাছাড়া যুক্তরাষ্ট্রে মাঙ্কিপক্সের ভ্যাকসিনেও সংকট দেখা দিয়েছে। শুক্রবার (২৯ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
নিউইয়র্ক কর্তৃপক্ষ জানিয়েছে, অঙ্গরাজ্যজুড়ে ভাইরাসটি মানুষের স্বাস্থ্যের জন্য হুমকি হিসেবে উপস্থিত হয়েছে। স্বাস্থ্য কমিশনার মেরি টি বাসেট বলেছেন, সতর্কতা বাড়ানোর ফলে প্রতিরোধ ব্যবস্থায় স্বাস্থ্য বিভাগের জন্য সহায়ক হবে।