বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, সরকার উন্নয়ন দেখাতে গিয়ে জনশুমারিতে জনসংখ্যা কম দেখিয়েছে। ১০ বছর আগেও যে জনসংখ্যা ছিল এখনো এর কাছাকাছি রয়েছে। এতদিন আমরা জেনে আসছি ১৮ কোটি অথচ এখন শুনি ১৬ কোটি। এত টাকা খরচ করে একটা শুমারি করা হলো কিন্তু পূর্ণাঙ্গ তথ্য আসেনি।
শুক্রবার (২৯ জুলাই) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ মুসলিম সমাজ আয়োজিত তেল গ্যাস, বিদ্যুৎ, পানি, চাল, ডাল, আটাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও আলেম ওলামাসহ সকল রাজবন্দিদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।