ভারতের রাজস্থানের বারমারে প্রশিক্ষণের সময় বিমানবাহিনীর একটি জেট বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। বিমানবাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
ভারতের বিমানবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় রাজস্থানের উতারলাই বিমান ঘাঁটি থেকে প্রশিক্ষণের জন্য ভারতীয় বিমানবাহিনীর একটি টুইন সিটার মিগ-২১ প্রশিক্ষক বিমান উড়েছিল। রাত ৯টা ১০ মিনিটের দিকে বিমানটি বারমারের কাছে দুর্ঘটনার কবলে পড়ে। এতে দুই পাইলট নিহত হয়েছেন। এ প্রাণহানির জন্য ভারতীয় বিমানবাহিনী গভীরভাবে অনুতপ্ত এবং শোকাহত পরিবারের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করতে আদালত ইতিমধ্যে নির্দেশ দিয়েছে। দুর্ঘটনার পর প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরীর সঙ্গে কথা বলেছেন।