মন্ত্রিসভার সদস্যসহ সবাইকে মিতব্যয়ী হতে নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা টাইমস প্রকাশিত: ২৫ জুলাই ২০২২, ১৫:৩৩

বৈশ্বিক মূল্যস্ফীতির প্রেক্ষাপটে মন্ত্রিসভার সদস্যসহ সবাইকে কৃচ্ছ্রতা সাধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার মন্ত্রিসভার বৈঠকে সরকারপ্রধান এই অনুশাসন দেন।


মন্ত্রিসভার বৈঠক থেকে বেরিয়ে এসে প্রধানমন্ত্রীর এ অনুশাসনের কথা জানিয়ে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘ছোটাছুটি না করে মন্ত্রিদের ভার্চুয়াল মিটিংয়ের প্রতি জোর দিতেও প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।’


ওবায়দুল কাদের বলেন, ‘ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়েই সংকট চলছে। প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বের কারণে বাংলাদেশ সংকট সামাল দিতে পেরেছে।’


এসময় বিএনপির সঙ্গে নির্বাচনী সংলাপের বিষয়েও কথা বলেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী। বলেন, ‘নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে সংলাপের কোনো সিদ্ধান্ত হয়নি। আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চায়। আমরা মনে প্রাণে চাই বিএনপি নির্বাচনে আসুক।’


নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপের বিষয়ে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচন কমিশনের সংলাপে যাওয়া বিএনপির অধিকার। সব দলেরই সংলাপে অংশ নেওয়া উচিত।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us