রাজশাহীতে যাত্রীবাহী বাস উল্টে আহত ১৫

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৪ জুলাই ২০২২, ২০:৩৯

রাজশাহীর মোহনপুরে বড়াইল ব্রিজের কাছে যাত্রীবাহী বাস উল্টে ১৫ জন আহত হয়েছেন। রোববার (২৪ জুলাই) দুপুরে রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। রাজশাহীর মোহনপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার নিতাই চন্দ্র জানান, রাজশাহী থেকে হিফাজ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নওগাঁয় যাচ্ছিল।


উপজেলার বড়াইল ব্রিজ এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পশ্চিম পাশে পড়ে যায়। এতে অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস কর্মীরা আহত চারজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে মোহনপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। গুরুতর আহত চারজন হলেন নওগাঁর মান্দা উপজেলার ফয়সাল হোসেন, একই জেলার রানীনগর উপজেলার রবিন হোসেন, পত্নীতলা উপজেলার বাবলু হোসেন ও সিরাজগঞ্জের আব্দুস সামাদ। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এদের মধ্যে রবিন ও ফয়সালের অবস্থা আশঙ্কাজনক। রাজশাহীর মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us