স্বামী-স্ত্রী’র এই ভুলেই ডিভোর্স হয়েছে অনেক! সময় থাকতেই নিজেদের শুধরে নিন, জানুন

এইসময় (ভারত) প্রকাশিত: ২১ জুলাই ২০২২, ২০:০৯

সম্পর্ক গড়ার সময় আমরা বেশি কথা ভাবি না। একে অপরের প্রতি আকর্ষণ বোধ করি কিংবা একে অপরকে ভালো লাগলে সম্পর্ক শুরু করি। কিন্তু সেই সম্পর্ক কীভাবে ভালো রাখতে হয় বা টিকিয়ে রাখা যায়, তা ভাবার সময় পাই না। আর সেই কারণেই বিবাহ বিচ্ছেদের মতো সমস্যার(Relationship Problem) মুখোমুখি হতে হয় আমাদের। কিন্তু কী আর করা যাবে?


অসুখী দাম্পত্যকে বয়ে না বেড়িয়ে বিবাহ বিচ্ছেদের পথেই হাঁটেন সবাই। মন খারাপ তো হয়ই। কিন্তু কিছু করার নেই। তাই সময় থাকতেই নিজেদের শুধরে নিন। জেনে নিন কী কী ভুল করে ফেলছেন অজান্তেই।


সব সময়ই কি তাঁর সমালোচনা করেন?


এটা ভীষণই টক্সিক অভ্যাস। আপনার সঙ্গীকে সমালোচনা করা বন্ধ করুন। তাঁর পক্ষেও আপনার জন্য় সবসময় সব কিছু করা সম্ভব নয়। বরং, তিনি আপনার জন্য় যেটুকু করছেন, তাকে সমর্থন করুন। তাঁকে ভালোবাসা জানান। তাঁর ভালো দিকগুলোর প্রশংসা করুন। যদি তিনি কোনও বড় ভুল করে ফেলেন, তবে তাঁকে বুঝিয়ে বলুন। সব সময় তাঁর খারাপ দিক নিয়ে কথা বলবেন না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us