বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, দেশের মানুষের গড় মাথাপিছু আয় আড়াই লাখ টাকা। সে হিসাবে একজনের মাসিক আয় ২০ হাজার টাকার বেশি।
তবে ঢাকায় ১০ হাজার টাকারও কম বেতনে জীবন চালাতে হচ্ছে অনেককেই। তাদেরই একজন নাজমুল হোসেন, তেজগাঁওয়ের একটি বেসরকারি প্রতিষ্ঠানে গাড়ি চালিয়ে মাসে ৯ হাজার টাকা বেতন পান তিনি। অন্যান্য আয় মিলিয়ে মাসে তার হাতে আসে প্রায় ১৫ হাজার টাকা।
গত ছয় বছরে বাজারদরে দফায় দফায় উল্লম্ফন ঘটলেও গাড়িচালক নাজমুলের আয় একই রয়ে গেছে। ফলে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাকে।
সরকারের মন্ত্রীরা মানুষের ক্রয়ক্ষমতা ‘কয়েকগুণ বেড়ে যাওয়ার’ দাবি করে এলেও নিজের বাজার কাটছাঁট করেই চলতে হচ্ছে নাজমুলকে। মাছ-ডিম খাওয়া এখন প্রায় স্বপ্নের মতো হয়ে গেছে তার জন্য। মাস টানতে হচ্ছে ডাল, ভর্তা ও সবজি খেয়ে।
আয় ও ব্যয়ের ভারসাম্য ধরে রাখতে হিমশিম খাওয়া সংসারে তাই ‘পেট ভরে’ এমন খাবারই চলছে বহুদিন ধরে; খাবারের তালিকা থেকে দিন দিন ছাঁটাই হচ্ছে পুষ্টিকর খাবার।
নাজমুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এখন এমন খাবারই বেছে নিতে হচ্ছে, যাতে কেবল ‘বাঁচা যায়’।