রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বুধবার (২০জুলাই) শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হলো গুরুত্বপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনে পার্লামেন্ট সদস্যদের বিপুল ভোটে জয় লাভ করেন রনিল বিক্রমাসিংহে। কিন্তু রাজাপাকসে পরিবারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বলে রনিল দেশটির জনগণের কাছে অজনপ্রিয়। তাই বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বিক্ষোভকারীরা। খবর আল-জাজিরার।
বিজয়ী হয়ে পার্লামেন্টে দেওয়া বিজয়ী ভাষণে রনিল বলেছেন, আমাদের মধ্যে এখন আর কোনো বিভক্তি নেই। সংকটে জর্জর শ্রীলঙ্কার বিভক্তির অবসান হয়েছে। তবে নতুন প্রেসিডেন্ট বিভক্তি অবসানের কথা বললেও বাস্তবতা ভিন্ন। বিক্রমাসিংহে নির্বাতি হওয়ার পর বিক্ষোভকারীরা তাদের ভবিষ্যত কৌশল নিয়ে আলোচনা করছে বলে বিক্ষোভকারীদের নেতা মেলানি গুনাথিলাকে আল জাজিরাকে জানিয়েছেন। বক্তব্যে বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।