এক সপ্তাহে দু’বার ‘মরেও’ দিব্যি বেঁচে আছি, গুজবে কান দেবেন না: শাহরুখ

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ২০ জুলাই ২০২২, ১৭:৪৮

তিনি নাকি মারা গিয়েছেন। এক বার নয়, দু-দু’বার রটেছিল খবর। তা-ও আবার একই সপ্তাহে। নিজের মৃত্যুর প্রতিক্রিয়া অবশ্য নিজেই দেন শাহরুখ খান! জানান, বহাল তবিয়তেই বেঁচে রয়েছেন! ফ্রান্সের একটি সংবাদসংস্থা মারফত রটেছিল প্রথম খবরটা।


বিমান দুর্ঘটনার বিশদ বিবরণ দিতে গিয়ে তারাই জানিয়েছিল, ভারতীয় অভিনেতা শাহরুখ খান ও তাঁর সাত সদস্যের দল এক বৈঠকে যোগ দিতে জি৫৫০ ব্যক্তিগত বিমানে প্যারিস যাচ্ছিলেন। মাঝপথে খারাপ আবহাওয়ার দরুণ বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। এবং তাতে শাহরুখ-সহ সাত জনেরই মৃত্যু হয়েছে। মুম্বই পুলিশের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রথম খবরটি আসে। তার পরেই ছড়িয়ে পড়েছিল দাবানলের মতো। ফ্রান্সের ওই টিভি চ্যানেলে ব্রেকিং নিউজ হিসেবে খবরটি সম্প্রচারও করা হয়। তাদের দাবি ছিল, অনুসন্ধান করে খবরের সত্যতাও যাচাই করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us