মেসির হাতে বিশ্বকাপ থাকত, যদি রামোস আর্জেন্টিনায় খেলতেন

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২০ জুলাই ২০২২, ১৫:১০

শেষ চ্যাম্পিয়ন্স লিগটা জিতেছেন প্রায় সাত বছর হয়ে গেল। তবু লিওনেল মেসির জীবনের সবচেয়ে বড় অতৃপ্তি কোনটা? তাহলে মেসির উত্তর নিশ্চিতভাবেই হবে ২০১৪ বিশ্বকাপ জিততে না পারাটা। তবে আর্জেন্টাইন কিংবদন্তি অস্কার রুগেরির বিশ্বাস, সার্জিও রামোস আর্জেন্টাইন হলে এই আফসোস থাকত না মেসির।


সাবেক বোকা জুনিয়র্স ডিফেন্ডার, যিনি আর্জেন্টিনার হয়ে খেলেছেন ৯৭টি ম্যাচ, তার তো আর্জেন্টাইন রক্ষণভাগের সমস্যা নিয়ে জানাশোনা থাকারই কথা! তিনিই জানালেন এই কথা। বললেন, ‘মেসি আর রামোসকে নিয়ে আর্জেন্টিনা দল গঠনের মানেই হলো একটা বিশ্বকাপ।’


সম্প্রতি ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি। আর্জেন্টাইন ডিফেন্ডার আরও যোগ করেন, ‘রামোস একটা দৈত্য। যদি আর্জেন্টিনার রক্ষণে রামোস থাকত, তাহলে তারা বিশ্ব চ্যাম্পিয়নই হতো। মেসিকে নিয়ে, আর সে যেমন খেলেছে, তাতে কোনো সন্দেহ নেই, সে বড় এক প্রভাবক।’


বর্তমান আর্জেন্টিনা দল নিয়েও তার অভিমত, শুধু একটা রামোসেরই অভাব আছে স্ক্যালোনির দলে। বললেন, ‘আমি রামোসের মতো একটা খেলোয়াড়কে আমার জাতীয় দলে চাইতাম। যদি আজ আমাদের দলে রামোসের মতো কেউ থাকতো, তাহলে আমরা প্রত্যেকটা বিশ্বকাপের জন্য ফেভারিট থাকতাম।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us