সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হচ্ছে

সমকাল প্রকাশিত: ১৯ জুলাই ২০২২, ২০:৩৮

দেশে গ্যাস-বিদ্যুতের সরবরাহ পরিস্থিতির অবনতি হয়েছে। বিভিন্ন এলাকায় এক ঘণ্টা করে বিদ্যুতের লোডশেডিং শুরু হচ্ছে আজ। ডিজেলচালিত বিদ্যুৎকেন্দ্র বন্ধ রাখাসহ সাশ্রয়ী ব্যবহারের নানা কৌশল নেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। এরই মধ্যে ময়মনসিংহ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হচ্ছে। বিদ্যুৎকেন্দ্রটির জন্য গাজীপুরের শ্রীপুরের ধনুয়া থেকে ময়মনসিংহ সদর পর্যন্ত গ্যাস পাইপলাইন নির্মাণ করা হবে। এ কেন্দ্রে উৎপাদিত ৪২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।


ময়মনসিংহ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহের জন্য ধনুয়া থেকে ময়মনসিংহ পর্যন্ত গ্যাস পাইপলাইন নির্মাণ শীর্ষক প্রকল্পটি অনুমোদনের জন্য আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে অনুমোদনের জন্য প্রকল্পটি উপস্থাপন করা হবে। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্ব করার কথা রয়েছে। একনেকে বিদ্যুৎ বিভাগের প্রস্তাবিত প্রকল্পটি অনুমোদনের জন্য সুপারিশ করেছে পরিকল্পনা কমিশন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us