প্রয়াণ দিবসে হুমায়ূন স্মরণ

দেশ রূপান্তর প্রকাশিত: ১৯ জুলাই ২০২২, ০৮:০২

আজ বরেণ্য কথাসাহিত্যিক, নির্মাতা ও চিত্রনাট্যকার হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস। প্রায় এক দশক তিনি আমাদের মাঝে নেই। কিন্তু রয়ে গেছেন পাঠক, ভক্ত, দর্শক আর প্রিয়জনের অন্তরে। তার প্রিয় চার অভিনয়শিল্পী স্মৃতিচারণ করেছেন। লিখেছেন আল মাসিদ


চরিত্রানুযায়ী অভিনেতা নিতেন


মুনমুন আহমেদ


হুমায়ূন আহমেদ স্যারের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক ছিল। একে অপরের ঘরোয়া অনুষ্ঠানেও আমরা দাওয়াত পেতাম। তাই কাজের সম্পর্কের বাইরেও আলাদা একটা সুসম্পর্ক ছিল। কিন্তু তিনি কাজের ক্ষেত্রে অন্য মানুষ হয়ে যেতেন। সেখানে শুধু কাজটাকেই বড় করে দেখতেন। শুধু পরিচিত বলেই যে একটি চরিত্রে কাউকে কাস্ট করবেন, সেটা তার ক্ষেত্রে হয়নি। যে চরিত্রে যাকে মানাবে তাকে দিয়েই অভিনয় করাতেন। আমি তার শেষ দুটি সিনেমায় কাজ করেছি। ‘আমার আছে জল’ ও ‘ঘেটুপুত্র কমলা’ সিনেমা দুটিতে তিনি আমাকে সুযোগ দিয়েছিলেন। আমার নাচের ক্যারিয়ার অনেক দীর্ঘ হলেও অভিনয় করি খুব বেছে। তার মধ্যেও ‘ঘেটুপুত্র কমলা’ আমার অন্যতম প্রিয় কাজ। চরিত্রটিতে অভিনয়ের অনেক জায়গা ছিল। স্যার কারও অভিনয়, নাচ খুব পছন্দ করলেও সরাসরি বলতেন না। কাজের মাধ্যমে তা বুঝিয়ে দিতেন। ‘ঘেটুপুত্র কমলা’ করার সময় ঘেটু নাচের জন্য দারুণ সেট তৈরি করেছিলেন। আমার ইচ্ছে করছিল ওমন সুন্দর সেটে আমার নাচের কিছু কাজ করার। সেটা জানা মাত্রই তিনি আমাকে সেই সেট আমার নাচের রেকর্ডিংয়ের জন্য ব্যবহার করতে দিয়েছিলেন। সেদিন বুঝেছিলাম তিনি আমার নাচ পছন্দ করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us