You have reached your daily news limit

Please log in to continue


ধরাশায়ী ইংল্যান্ড, টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজও ভারতের

স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে পাঁচ উইকেটে জয়লাভ করেছে ভারত। ওল্ড ট্রাফোর্ডে ইংলিশদের দেওয়া ২৬০ রানের লক্ষ্যে ভারত পৌঁছে যায় ৪৭ বল হাতে রেখেই। এই জয়ের ফলে টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজও নিজেদের করে নিল রোহিত শর্মার দল। রান তাড়া করতে নেমে ভারতের শুরুটা অবশ্য ভালো ছিল না। 

দলীয় ১৩ রানে ওপেনার শিখর ধাওয়ানের (১) উইকেট হারানোর পর দ্রুত ফেরেন অধিনায়ক রোহিত শর্মা (১৭)। এরপর ফের ব্যাট হাতে ব্যর্থ হন বিরাট কোহলি, ১৭ রান করে ফিরেন সাজঘরে। ৩৮ রানেই ভারত হারায় তিন উইকেট। তিনজনই ইংলিশ পেসার রিস টপলির শিকার। এরপর ১৬ রানের ছোট এক ইনিংস খেলে বিদায় নেন সূর্যকুমার যাদব। ফলে ৭২ রানেই ৪ উইকেট হারায় ভারত। এরপর পঞ্চম উইকেট জুটিতে ১৩৩ রান যোগ করেন হার্দিক পাণ্ডিয়া ও রিষভ পন্থ। হার্দিক মাত্র ৫৫ বলে ৭১ রান করে বিদায় নিলেও ১১৩ বলে ১২৫ রানের ইনিংস খেলে ম্যাচ জিতি মাঠ ছাড়েন পন্থ। এটিই পন্থের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম শতক। এর আগে, ইংল্যান্ডের ইনিংসে বল হাতে দাপট দেখান হার্দিক। মাত্র ২৪ রান খরচে তুলে নেন ৪ উইকেট। মূলত তাঁর এত দুর্দান্ত বোলিংয়ের কারণেই ইংলিশ অধিনায়ক জস বাটলারের ৬০ রানের ইনিংসটি বিফলে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন