সিরিজ হাতের মুঠোয় বলেই শুধু নয়, টিম ম্যানেজমেন্ট থেকে সিরিজ শুরুর আগেই সিদ্ধান্ত হয়েছিল, কোনো এক বা দুটি ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদকে বসিয়ে খেলানো হবে মোসাদ্দেককে। সেটা যদি সম্ভব নাও হয়, তাহলেও মোসাদ্দেককে পরখ করা হবে একাদশে যে কাউকে বসিয়ে।
সেই 'যে কেউ' এখন নিজেও হতে রাজি অধিনায়ক তামিম ইকবাল। এমনিতে দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষার ঝুঁকি নিতে বরাবরই অনীহা ছিল টিম ম্যানেজমেন্টের। নেহাত সমালোচনার তীব্রতা না বাড়লে সাজানো একাদশে হাত দিতে চান না কেউই। কিন্তু এবার সেই প্রথা ভাঙার ইঙ্গিত দিয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
ক্যারিবীয়দের বিপক্ষে দাপট দেখিয়ে ২-০-তে সিরিজ জয় নিশ্চিত করার পর দলের 'বেঞ্চ স্ট্রেংথ' দেখে নেওয়ারও ঘোষণা দিয়েছেন। যাঁরা রিজার্ভ বেঞ্চে থেকেও খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পান না, তাঁদের শনিবারের তৃতীয় ম্যাচে সুযোগ দেওয়ার পক্ষে রায় অধিনায়কের।