ফরিদপুরে ২০০ বছরের পুরনো জমিদার বাড়িতে আগুন

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১২ জুলাই ২০২২, ০২:৪২

ফরিদপুরের সালথায় ২০০ বছরের পুরোনো বাবুবাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সালথা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।


স্থানীয় সূত্র জানায়, সোমবার (১১ জুলাই) সকালে কিছু দুর্বৃত্ত বাবুবাড়ির একটি রুমে রাখা পাটখড়ির গাঁদিতে আগুন দেয়। পরে তা ছড়িয়ে পড়ে রুমের চারপাশে। খবর পেয়ে স্থানীয়রা এসে আগুন নেভাতে সক্ষম হয়। তবে কে বা কারা এ আগুন দিয়েছে তা নির্দিষ্ট করে বলতে পারেনি কেউ।


খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় যতীন্দ্র নাথ সিংহ নামের এক জমিদার ২০০ বছর আগে বাড়িটি নির্মাণ করেন। পরে তার উত্তরসূরি বৈধনাথ বাবু বাড়িটির দখলে ছিলেন।


২০১৪ সালে তিনি মারা গেলে এ ঐতিহাসিক বাড়িটি শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রম আশ্রমকে দেখাশোনার জন্য দেওয়া হয়। তবে বাবুবাড়ির আশপাশের জমি বেদখল হয়ে যাচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ।


বাবুবাড়ির আশ্রমের দায়িত্বে থাকা সেবক শরণার্থী মহারাজ জাগো নিউজকে বলেন, বিকেলে সালথা থানা থেকে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us