ইরানি নির্মাতা জাফর পানাহি গ্রেপ্তার

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১২ জুলাই ২০২২, ০১:৫৫

ইরানের নিরাপত্তা বাহিনীর দমনপীড়ন নিয়ে প্রতিবাদের মধ্যে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহিকে গ্রেপ্তারের খবর এসেছে দেশটির সংবাদমাধ্যমে।


বার্তাসংস্থা মেহরের বরাতে ফ্রান্স টোয়েন্টিফোর জানিয়েছে, গোল্ডেন বিয়ারজয়ী এই পরিচালককে সোমবার তেহরান থেকে গ্রেপ্তার করা হয়।


ইরানের কট্টর ইসলামিক সরকারের সমালোচক হিসেবে পরিচিত পানাহিকে এর আগেও গ্রেপ্তার হতে হয়েছে। সিনেমা নির্মাণ ও চিত্রনাট্য লেখার পাশাপাশি তার দেশত্যাগেও নিষেধাজ্ঞা রয়েছে।


গত সপ্তাহে ইরানের দুই চলচ্চিত্র নির্মাতা মোস্তফা আল-আহমেদ ও মোহাম্মদ রাসুলফকে গ্রেপ্তার করে দেশটির নিরাপত্তা বাহিনী। রাসুলফের মামলার বিষয়ে প্রসিকিউটরের অফিসে খোঁজ নিতে গেলে পানাহিকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে মেহর। 


ভ্যারাইটি লিখেছে, গত মে মাসে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর আবাদানে একটি ভবন ধসে ৪৩ জনের মৃত্যুর পর সাধারণ জনগণের বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর দমনপীড়নের বিরুদ্ধে সোচ্চার ছিলেন আল আহমেদ ও রাসুলফ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us