আনুষ্ঠানিকভাবে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী পদত্যাগ করার আগ পর্যন্ত তাদের বাসভবন দখলে রাখা হবে বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা। গত শনিবার পার্লামেন্টের স্পিকারের ঘোষণা অনুযায়ী আগামী ১৩ জুলাই পদত্যাগ করার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। তবে প্রেসিডেন্ট নিজে কোনও ঘোষণা দেননি, এমনকি তাকে প্রকাশ্যে কোথাও দেখা যায়নি।
সামরিক সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, প্রেসিডেন্ট বর্তমানে নৌবাহিনীর একটি জাহাজে শ্রীলঙ্কার সমুদ্রসীমায় অবস্থান করছেন। তার ভাই ও সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেও বর্তমানে একটি নৌঘাটিতে অবস্থান করছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
কয়েক মাস ধরে বিক্ষোভের পর শনিবার প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে তার বাড়িতে ঢুকে পড়ে হাজার হাজার বিক্ষোভকারী। আর্থিক অব্যবস্থাপনার জন্য প্রেসিডেন্টকে দায়ী করছে বিক্ষোভকারীরা। এই অব্যবস্থাপনায় খাবার, জ্বালানি ও ওষুধের সংকট চলছে কয়েক মাস ধরে।