‘পুরো সিনেমার শুটিং হয়েছে একটি নৌকায়’

কালের কণ্ঠ প্রকাশিত: ০৭ জুলাই ২০২২, ১৫:১৩

পুরো ছবিটির শুটিং করা হয়েছে একটি নৌকায়। প্রায় দুই মাসের টানা শুটিং। প্রস্তুতি ছিলো কয়েক বছরের। যার পেছনে ছিলো বিশাল এক টিমের অক্লান্ত পরিশ্রম। পরিশ্রমের ফসল হয়ে দাঁড়িয়েছে 'হাওয়া'। ছবিটি বানিয়েছেন জনপ্রিয় পরিচালক মেজবউর রহমান সুমন।


ছবিটির ট্রেলার প্রকাশিত হয়েছে। প্রশংসা পেয়েছে। এবার জানানো হলো প্রতিক্ষিত এই ছবিটি মুক্তির তারিখ। একই সঙ্গে পরিচালক জানালেন, এটি নদীর গল্প। যে গল্পে রয়েছে অনেক বাক। গল্পটি দর্শকদের ব্যোরিং লাগবে না।  


আজ বৃহস্পতিবার পরিচালক জানালেন ছবিটি মুক্তি পাবে আগামী ২৯ জুলাই। তিনি বলেন, ‘আমরা আগামী ২৯ জুলাই ছবিটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের হাওয়া টিমের মনে হয়েছে এটাই মুক্তির সময়। এরপর ক্রিকেট ও ফুটবল বিশ্বকাপ শুরু হয়ে যাবে। তার আগেই আমরা আমাদের হাওয়া সবাইকে দেখাতে চাই। ’


চলতি সপ্তাহেই সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি পায় 'হাওয়া'। নানা কারণে নির্মাণের শুরু থেকে চলচ্চিত্র প্রেমীদের নজর ‘হাওয়া’র দিকে। গত মাসে ‘হাওয়া’র ট্রেলার প্রকাশিত হয়।


একঝাঁক তারকা অভিনয় করেছেন ছবিটিতে। এর মধ্যে রয়েছে চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ,সুমন আনোয়ার, সোহেল মণ্ডল, নাসির উদ্দিন খান প্রমুখ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us