ভোগান্তি ভেবে কাটেননি টিকিট, বাড়ি যাবেন না অনেক বাইকার

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৬ জুলাই ২০২২, ২২:৪৩

কয়েকবছর ধরে ঈদের দুয়েকদিন আগে ব্যক্তিগত মোটরসাইকেল নিয়ে ঢাকা থেকে বগুড়ায় যান রাইড শেয়ারিংয়ের চালক হাসিবুর রহমান। কিন্তু এবার যেতে পারছেন না। কেননা, সরকার এবারের ঈদে সাত দিন মহাসড়কে এক জেলা থেকে আরেক জেলায় মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে।


শুধু হাসিবুরই নন, তার মতো অনেকে এবারের ঈদে মোটরসাইকেলে বাড়ি যেতে পারছেন না। বুধবার রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে ডজনখানেক বাইকারের সঙ্গে কথা বলে এমনটি জেনেছে ঢাকা পোস্ট।


হাসিবুর ঢাকা পোস্টকে বলেন, ঈদে বাড়ি যেতে ভোগান্তি নিয়ে অগ্রিম টিকিট কাটতে হয়। তবুও লাইনে দাঁড়িয়েও অনেকে টিকিট পান না। ভরসা ছিল মোটরসাইকেল নিয়েই প্রতিবারের মতো বাড়ি যাব। কিন্তু এবার বাইক চলাচল বাতিল হয়েছে। আর লাইনে দাঁড়িয়েও ট্রেনের টিকিট পাইনি, যানজট হয় তাই বাসের টিকিটও কাটিনি। ফলে এবার আর ঈদ করতে বাড়িতে যাওয়া হচ্ছে না।


রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় এনামুল হক নামে এক রাইডারের সঙ্গে কথা হলে তিনি বলেন, প্রতিবার ঈদের দুয়েকদিন আগে গ্রামের বাড়ি বগুড়ায় যাই। বছরের অন্য সময় ঢাকায় রাইড শেয়ারিং ও চুক্তিভিত্তিক যাত্রী পরিবহন করি, এটিই আমার পেশা। দুই ঈদসহ বছরে তিন-চারবার বাড়ি যাই। এবার নিষেধাজ্ঞার কারণে ঈদে বাড়ি যাওয়া হবে না। কারণ ঈদের সময় অগ্রিম টিকিট কেটে বাসে বা ট্রেনে বাড়ি যেতে হয় সবাইকে। ট্রেনের অগ্রিম টিকিট পাইনি, বাসেরও টিকিট করিনি। এসব কারণে আমার মতো অধিকাংশ বাইকারের ঈদে বাড়ি যাওয়া হচ্ছে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us