বেলুচিস্তানে বাস খাদে পড়ে নিহত অন্তত ১৯

ঢাকা টাইমস প্রকাশিত: ০৩ জুলাই ২০২২, ১৫:৫০

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের জোব জেলায় রবিবার সকালে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে যায়। দুর্ঘটনায় কমপক্ষে ১৯ জন নিহত এবং ১১ জন আহত হয়েছে বলে দেশটির সংবাদ মাধ্যম ডন জানিয়েছে। ৩০ জনেরও বেশি যাত্রী নিয়ে বাসটি ইসলামাবাদ থেকে কোয়েটার দিকে যাচ্ছিল।


শেরানীর সহকারী কমিশনার মেহতাব শাহর বরাত দিয়ে ডন জানায়, ধনা সরের কাছে এ ঘটনা ঘটে। দ্রুত গতিতে বাসটি খাদে পড়ে যায়, এতে ১৯ যাত্রী নিহত ও ১১ জন আহত হয়। তিনি আরো জানান, উদ্ধারকারী দলগুলি তথ্য পাওয়ার পরপরই ঘটনাস্থলে ছুটে যায়। মৃতদেহগুলিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তাদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে।


ঢোবের সিভিল হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেনডেন্ট ডা. নুরুল হক জানান, আহতদের হাসপাতালে আনা হচ্ছে, তাদের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও তিনি শঙ্কা প্রকাশ করেছেন। এদিকে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর আবদুল কুদুস বিজেঞ্জো এই ঘটনায় নিহতদের জন্য শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনাও জানিয়েছেন। তিনি আহতদের চিকিৎসা নিশ্চিত করতে ঢোবের সিভিল হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করার নির্দেশ দেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us