ছাত্র-জনতার গণআন্দোলনের স্মৃতি নিয়ে গণপরিবেশনা ‘লাল মজলুম’ আসছে রাজপথে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের রাজু ভাস্কর্য থেকে শনিবার বিকাল ৪টায় ‘গণ-অর্থায়নের’ এই পরিবেশনা শুরু হবে। খণ্ডখণ্ডভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ ও চারুকলার সামনে দিয়ে গিয়ে শাহবাগে একটি গণঅধিবেশনের মাধ্যমে এটি শেষ হবে।
বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির টিচার্স লাউঞ্জে সংবাদ সম্মেলনে পরিবেশনাটির নির্দেশক অধ্যাপক শাহমান মৈশান বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানের রক্তাক্ত স্মৃতিসহ গণমানুষের নির্যাতন, সংগ্রাম ও গণ-অভ্যুত্থানের স্মৃতি পুনঃসৃজন করতে এই পরিবেশনার পরিকল্পনা করা হয়েছে। এটি গণঅর্থায়নে নির্মিত একটি রাজপথ গণপরিবেশনা।