নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের জমি কেনা বাবদ অতিরিক্ত ৩০৩ কোটি ৮২ লাখ টাকা ব্যয় দেখিয়ে আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলার আসামি আমিন মো. হিলালীকে খুঁজে পাচ্ছে না তার পরিবার।
উত্তরা পশ্চিম থানায় পরিবারের পক্ষ থেকে শুক্রবার অভিযোগ করে বলা হয়েছে, আশালয় হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিন মো. হিলালী (৫৬) শুক্রবার সকাল ৮টায় বাসা থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। তিনি উত্তরার ১১ নম্বর সেক্টর থেকে ১৩ নম্বর সেক্টরে অফিসের উদ্দেশে রওনা দিয়েছিলেন।
তার ছোট ভাই রফিকুল ইসলাম হিলালী এ অভিযোগে বলেছেন, উত্তরা ১৩ নম্বর সেক্টেরের বাসা থেকে বের হওয়ার পর গাড়িচালক জামাল উদ্দিনের সঙ্গে হিলালীর মোবাইল ফোনে কথা হয়।
তিনি গাড়িচালককে বলেন, চালক যেন ১৫ মিনিট পর তার (আমিন মো হিলালী) সঙ্গে যোগাযোগ করে। কিন্তু এরপর থেকে তার মোবাইল বন্ধ এবং বাসায় ফিরে আসেননি।
উত্তরা বিভাগের উপ কমিশনার মোহাম্মদ মোর্শেদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিষয়টি তারা গুরুত্ব দিয়ে তদন্ত করছেন। এরই মধ্যে নিখোঁজের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।