ঢাকার সাভারের অদূরে আশুলিয়া থেকে লাশ উদ্ধার হওয়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবির মাশরুরের (২৫) মৃত্যু ঘিরে রহস্য তৈরি হয়েছে। পুলিশ সুরতহাল প্রতিবেদনে ‘প্রাথমিক তদন্তে ব্যক্তিগত সমস্যার কারণে পাঁচতলা ভবনের ছাদ থেকে লাফ দিয়ে মারা গেছেন’ উল্লেখ করা হলেও পরিবারের সদস্যরা বিষয়টি মানতে নারাজ। স্বজনদের দাবি, পরিকল্পিতভাবে আবিরকে হত্যার পর আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা চলছে।
গত বৃহস্পতিবার দিবাগত রাতে আশুলিয়ার খাগান এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-সংলগ্ন একটি পাঁচতলা ভবনের নিচ থেকে আবিরের লাশ উদ্ধার করা হয়। ওই ভবনের ছাদ থেকে পড়ে আবির মারা যান বলে জানা গেছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আবিরের পরিবারের পক্ষ থেকে মামলা করতে চাইলেও থানা থেকে স্বজনদের বলা হয়েছে, তদন্তে হত্যার বিষয়টি উঠে এলে অপমৃত্যুর মামলাটি হত্যা মামলা হিসেবে গণ্য হবে।