সুনামগঞ্জের ১২টি উপজেলার কয়েক লাখ মানুষ গত ১৬ জুন থেকে ভয়াবহ বন্যার কবলে পড়ে। বন্যার পানির গতি এতটা ভয়াবহ ছিল যে জেলার প্রায় ৪৫ হাজার ২৮৮টি ঘরবাড়ির ক্ষতি হয় আর জীবন বাঁচাতে ঘর বাড়ি ছেড়ে কোনো রকম প্রাণ নিয়ে আশ্রয়কেন্দ্রে গিয়ে ওঠে মানুষ। তাদের মধ্যে ঘরবাড়ি ক্ষতিগ্রস্তদের ঘর মেরামতের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ৫ হাজার পরিবারের জন্য ৫ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে।
শুক্রবার অনুদানের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের ডেপুটি রেভিনিউ কালেক্টর (এনডিসি) মেহেদী হাসান৷
এর আগে গত বুধবার ক্ষতিগ্রস্ত বাড়িঘরের তালিকা তৈরি করে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠান জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন।
ঘরবাড়ি হারিয়ে যখন সুনামগঞ্জের বানভাসি মানুষ দিশেহারা তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন ঘোষণায় তাদের মধ্যে সাহসের সঞ্চার হয়েছে।