গত মাসের মাঝামাঝি হঠাৎ বন্যায় ভেসে যায় সিলেট-সুনামগঞ্জের বিস্তীর্ণ এলাকা। ভারতের আসাম-মেঘালয়ে রেকর্ড বৃষ্টি সিলেট অঞ্চলে সৃষ্টি করেছিল স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতির। তখন ধারণা করা হয়েছিল পানি যেমন হঠাৎ এসেছিল, তেমনি দ্রুত নেমেও যাবে। কিন্তু পানি নেমে যাওয়ার উপায়গুলো আমরা আস্তে আস্তে বন্ধ করে ফেলেছি বলে, পানি নামছিলও আস্তে আস্তেই।
হাওরের বিভিন্ন এলাকায় অপরিকল্পিত রাস্তা নির্মাণ করে পানি সরে যাওয়ার রাস্তা বন্ধ করে ফেলা, সুরমা-কুশিয়ারার তলদেশ ভরাট হয়ে যাওয়ায় সিলেট এলাকার বন্যা পরিস্থিতি দীর্ঘস্থায়ী হয়। সঙ্গে প্লাবিত হয় দেশের আরো অনেক এলাকা।