কলকারখানার পর রাজধানীর বিপণিবিতানে অগ্নিনির্বাপন ব্যবস্থাসহ কয়েকটি বিষয় পরিদর্শন করার উদ্যোগ নিয়েছে সরকার। এগুলো তদারকি করবে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা)।
প্রথম ধাপে পরদির্শনের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এক হাজার ৭২টি মার্কেট চিহ্নিত করা হয়েছে। এগুলো পরিদর্শনের জন্য ১১টি সমন্বিত পরিদর্শন ও পর্যবেক্ষণ দল গঠন করা হয়েছে।
ঈদের আগেই তারা পরিদর্শনে নামবে বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন বিডার কার্যনির্বাহী সদস্য অভিজিৎ চৌধুরী।