কোহলির থেকে এখনই সেঞ্চুরি চান না দ্রাবিড়

আজকের পত্রিকা প্রকাশিত: ৩০ জুন ২০২২, ১৮:২৪

বিরাট কোহলির সমস্যাটা কোথায় হচ্ছে? কেন ব্যাটে বড় ইনিংস নেই, এ নিয়ে কথা হচ্ছে গত কমাস ধরেই। ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় এবার ধরিয়ে দিলেন কোহলির সমস্যাটা কোথায়। দ্রাবিড় মনে করেন, কোহলি নিজেই এই সমস্যা তৈরি করেছেন।



নিজের এই মতের পক্ষে ব্যাখ্যাও দিয়েছেন দ্রাবিড়। তিনি বলেছেন, ‘নিজের মান এমন জায়গায় নিয়ে গিয়েছে, সকলেই ওর (কোহলি) কাছে সেঞ্চুরি আশা করে। সেটাই ওর সাফল্যের মাপকাঠি হয়ে গেছে। কোচ হিসাবে বলব, আমি চাই ও দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখুক। সেটা ৫০ বা ৬০ রানের ইনিংসও হতে পারে।’


জকের পত্রিকা অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কোহলির থেকে এখনই শতরান চাইছেন না দ্রাবিড়, ‘একজন খেলোয়াড়ের খারাপ সময় আসতেই পারে। কোহলির ভালো খেলার ইচ্ছে বা উৎসাহের একটুও ঘাটতি নেই। সব সময় তিন অঙ্কের রানই করতে হবে তার কোনো মানে নেই। কঠিন উইকেটে ৭০ রানের ইনিংসও অত্যন্ত মূল্যবান। কেপটাউন টেস্টের কথাই ধরা যাক। ওখানে শতরান না পেলেও দুরন্ত ব্যাট করেছিল।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us