রানআউটের পর কেন এমন ‘শিশুতোষ’ স্মিথ

প্রথম আলো প্রকাশিত: ৩০ জুন ২০২২, ১৫:২৯

‘নো’, ‘ইয়েস’, ‘নো’—গল টেস্টে একটি রান নিতে গিয়ে এভাবেই গুলিয়ে ফেলেন অস্ট্রেলিয়ার দুই ব্যাটসম্যান স্টিভ স্মিথ ও উসমান খাজা। ফলাফল—রানআউট হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে স্মিথকে। কিন্তু বিষয়টি ঠিক মেনে নিতে পারেননি তিনি।


রানআউট হওয়ার পর খাজার ওপর বেজায় চটেছেন স্মিথ। মাঠেই তিনি বিরক্তি প্রকাশ করতে শুরু করেন। স্মিথের অমন ব্যবহার দেখে বিরক্ত ক্রিকেটপ্রেমীরা। তাঁর এই প্রতিক্রিয়াকে কেউ বলেছেন ‘শিশুতোষ’। কারও কাছে আবার এই আচরণ খাজার প্রতি ‘অসম্মানজনক’ বলে মনে করছেন।


গলে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে টস জিতে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কা ২১২ রানে অলআউট হয়ে যায়। ৩ উইকেটে ৯৮ রান নিয়ে দিনের খেলা শেষ করে অস্ট্রেলিয়া। ৭৫ রানে দলের ২ উইকেট পড়ে যাওয়ার পর উইকেটে আসেন স্মিথ। ১১ বলে ৬ রান করে রানআউট হয়ে যান তিনি।


স্মিথের আউট হওয়ার ভিডিওতে দেখা যায়, একটি বল ডিফেন্ড করে হাত উঁচিয়ে রান নেবেন না বলে দেন খাজাকে। একটু পর নিজেই আবার রানের জন্য ছোটেন। পিচের প্রায় মাঝামাঝি গিয়ে খাজার মনে হয়, এটা রান হবে না। স্মিথকে ফিরিয়ে দেন তিনি। ডাইভ দিয়ে রানআউট থেকে বাঁচতে পারেননি স্মিথ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us