সম্প্রতি দেশে ধর্ম অবমাননার অভিযোগ এনে কয়েকজন শিক্ষককে হেনস্থা ও নিপীড়ন করা হয়েছে। এমন ৪টি ঘটনা যাচাই করে দেখা গেছে, ৩ জন শিক্ষকের বিরুদ্ধেই ধর্ম অবমাননার কোনো প্রমাণ পাওয়া যায়নি। আরেকজনের বিরুদ্ধে আগামীকাল বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা।
গত ১৮ জুন নড়াইল সদর উপজেলার মির্জাপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পরানো হয়। সেসময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কলেজে উপস্থিত ছিল। স্বপন কুমার বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি 'ধর্ম অবমাননা' করে ফেসবুকে পোস্ট দেওয়া এক শিক্ষার্থীর পক্ষ নিয়েছেন।
এই ঘটনায় গঠিত তদন্ত কমিটির একজন নাম প্রকাশ না করা শর্তে আজ বুধবার দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা ঘটনাস্থলে উপস্থিত থাকা স্থানীয় কয়েকজন এবং কলেজের কয়েকজন শিক্ষক ও সভাপতির সঙ্গে কথা বলেছি। বিভিন্ন ছবি ও ভিডিও সংগ্রহ করেছি। আমরা আরও কাজ করছি। আশা করছি আগামীকালের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।'
অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের বিরুদ্ধে আনিত অভিযোগের প্রাথমিক কোনো প্রমাণ পেয়েছেন কি না, জানতে চাইলে তিনি বলেন, 'যেহেতু তদন্ত প্রতিবেদন এখনো জমা দেওয়া হয়নি, তাই সেটি বলা যাচ্ছে না। প্রতিবেদন জমা দেওয়ার পর বলা যাবে।'