যে পাঁচ কারণে বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

প্রথম আলো প্রকাশিত: ২৮ জুন ২০২২, ২১:৪৯

বিশ্বকাপ ও ব্রাজিল—যেন চিরকালীন সম্পর্কযুক্ত দুটি নাম। প্রতি চার বছর পর বিশ্বকাপ এলেই ফেবারিটের প্রশ্নে নামটা অবধারিতভাবে উঠে আসে। ব্রাজিল! কেন? এ প্রশ্নের উত্তর না দিলেও চলে। দল যেমনই হোক, ব্রাজিল যে বিশ্বকাপের চিরকালীন ফেবারিট।


নভেম্বরে শুরু হতে যাওয়া কাতার বিশ্বকাপেও এর ব্যত্যয় ঘটছে না। চার মাস আগে থেকেই উড়ছে আশার রেণু, নেইমার এবার ঠিকই বিশ্বকাপ এনে দেবেন ব্রাজিলকে। যদিও সুপারকম্পিউটারে হিসাব-নিকাশ করে জুনের মাঝপথে ‘দ্য অ্যানালিস্ট’ জানিয়েছিল, কাতার বিশ্বকাপে ব্রাজিলের শিরোপা জয়ের সম্ভাবনা নেই।


কিন্তু ফুটবলপ্রেমীমাত্রই জানেন, ব্রাজিলের ক্ষেত্রে অন্তত বিশ্বকাপে এসব হিসাব-নিকাশ চলে না। ব্যাপারটা অনেকটাই যেন এমন, বিশ্বকাপ মানেই ব্রাজিল ফেবারিট। তাই বিশ্বকাপে ব্রাজিলের ফেবারিট হওয়ার প্রশ্নে আলাদা করে কোনো কারণ ব্যাখ্যা করতে হয় না। তবু নির্দিষ্ট করে পাঁচটি গুরুত্বপূর্ণ দিক তো খুঁজে নেওয়াই যায়।


চলুন, যে দেশের জন্য রানার্সআপ হওয়াটা ব্যর্থতা, তাদের বিশ্বকাপ জেতার সম্ভাবনা জাগানো পাঁচ কারণের কথা জেনে নেওয়া যাক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us