বিমানে লুকানো গোপন কম্পার্টমেন্ট, যেখানে প্রবেশাধিকার নেই কোনো যাত্রীর!

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড প্রকাশিত: ২৮ জুন ২০২২, ১৬:৩৫

একটা বিশাল বিমানের মধ্যে এমন কিছু লুকানো স্থান আছে যা সাধারণ যাত্রী হিসেবে আপনার অজানা তো বটেই, আপনার কখনো সেসব স্থানে প্রবেশের অনুমতিই নেই। এই তথ্য কিছুটা নতুন ঠেকছে কি? কিন্তু হ্যাঁ, সেসব জায়গা আসলেই আছে এবং সেখানে পাইলট ও কেবিন ক্রুরা বিশ্রাম করেন। এই জায়গাগুলোর একটি কেতাবি নামও আছে, তা হলো ক্রু রেস্ট কম্পার্টমেন্টস।


তবে বিমানভেদে এই গোপন কামরাগুলোর অবস্থান ভিন্ন হয়। যেমন, আধুনিক বোয়িং ৭৮৭ বা এয়ারবাস এ৩৫০ এর মতো বিমানে এই কম্পার্টমেন্ট থাকে মূল কেবিনের উপরে, আপার ফিউজলেজে। কিন্তু পুরনো বিমানগুলোতে এগুলো কার্গো হোল্ড বা মূল কেবিনের মধ্যেই থাকতে পারে।


আবার এই কম্পার্টমেন্টগুলো জোড়ায় জোড়ায় অবস্থিত। যেমন: পাইলটের জন্য একটি, যা ককপিটের উপরে থাকে এবং সাধারণত এতে দুটি বাংক ও একটি রিক্লাইনার সিট থাকে। কেবিন ক্রুদের জন্য থাকে আরেকটি কম্পার্টমেন্ট, যেখানে সাধারণত ৬টি বা তারও বেশি বাংক থাকে। বিমানের পেছন দিকে যেখানে খাবার ও পানীয় প্রস্তুত করা হয়, সেখানে এই কম্পার্টমেন্টের অবস্থান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us