ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) আসছে আসরে দেখা যাবে না ক্রিস গেইলকে। নতুন টুর্নামেন্ট ‘সিক্সটি’ নিয়েই এখন তার সব ভাবনা। রোমাঞ্চ নিয়ে অপেক্ষা করছেন ৬০ বলের এই টুর্নামেন্টের জন্য।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের যৌথ আয়োজনে সিক্সটির প্রথম আসর হবে ২৪ থেকে ২৮ অগাস্ট। সিপিএল শুরুর ঠিক আগে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।
গেইল সিক্সটির অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন। ২১ অগাস্ট নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে এই আসরে পাওয়া যাবে ক্যারিবিয়ান ক্রিকেটারদের। কিছু বিদেশি খেলোয়াড়কেও দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের নতুন এই টুর্নামেন্টে বেশ কিছু নতুন নিয়মও দেখা যাবে। এক বিবৃতিতে গেইল বলেছেন, তিনি রোমাঞ্চ নিয়ে অপেক্ষায় আছেন সেখানে খেলার জন্য।