বাংলাদেশে করোনাভাইরাস মহামারীর বর্তমান অবস্থাকে ‘চতুর্থ ঢেউ’ হিসেবে চিহ্নিত করে সংক্রমণ এড়াতে সবাইকে মাস্ক পরার পরামর্শ দিয়েছেন দেশের শীর্ষস্থানীয় চিকিৎসক অধ্যাপক এ বি এম আব্দুল্লাহ।
করোনাভাইরাস সংক্রমণ সম্প্রতি বেড়ে যাওয়ার মধ্যে সোমবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আয়োজিত আলোচনা সভায় বক্তব্যে এই পরামর্শ দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এই ইমিরিটারস অধ্যাপক।
এদিনই দেশে গত এক দিনে ২ হাজারের বেশি রোগী শনাক্তের খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর, যা গত ১৮ সপ্তাহে সর্বাধিক।
ডা. আব্দুল্লাহ বলেন, “করোনার চতুর্থ ঢেউ মোকাবেলায় লকডাউনের মতো পদক্ষেপ প্রয়োজন পড়ে না। তবে বেপরোয়াভাবে চলাচল বা স্বাস্থ্যবিধি অমান্য করা যাবে না। সব সময় মাস্ক পরতে হবে, এর কোনো বিকল্প নেই।”