সানগ্লাসে রঙিন পৃথিবী

আজকের পত্রিকা প্রকাশিত: ২৭ জুন ২০২২, ১৮:৩৪

সাহিত্যে নোবেল পাওয়া কবি ও গীতিকার বব ডিলান মঞ্চে ওঠেন সানগ্লাস পরে। একসময়ের রক স্টার জন লেনন, এলটন জন, এলভিস কসটিলো, বনো, ওজি ওসবোনে, স্টিব ওয়ান্ডার, মাইকেল জ্যাকসন সবার ফ্যাশন অনুষঙ্গে সানগ্লাস জড়িয়ে ছিল। ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী অঞ্জন দত্তকেও অধিকাংশ সময় সানগ্লাস পরিহিত অবস্থায় দেখা যায়। শুধু সংগীতশিল্পী, বিখ্যাত ব্যক্তিত্বরা সানগ্লাস পরেন বিষয়টা এমন নয়। সানগ্লাস সবার জন্য। এটি এখন কেবল ফ্যাশনের অংশ নয়, এটি রোজকার প্রয়োজনের অংশ। চোখকে সরাসরি রোদের হাত থেকে রক্ষা করতে পারে সানগ্লাস। এতে অতিবেগুনি রশ্মি চোখের ক্ষতি করতে পারে না। সেই সঙ্গে এটি স্টাইলিশ লুক আনে। 


সানগ্লাসের প্রচলন ঠিক কবে থেকে শুরু হয়েছিল, তার সঠিক তথ্য জানা যায় না। ১২০০ সালের দিকে চীনদেশে একধরনের কাঠের ফ্রেম ব্যবহার করা হতো। কিন্তু তাতে কোনো গ্লাস ছিল না। পরবর্তী সময়ে চশমা ও সানগ্লাসের যথাযথ ব্যবহারের জন্য বিভিন্ন গবেষণা চলতে থাকে এবং ১৯২০ সালের দিকে সানগ্লাসের প্রচলন বাড়তে থাকে অভিজাত শ্রেণিতে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us