নাগরিক ঐক্যের সভাপতি মাহামুদুর রহমান মান্না বলেছেন, ‘ক্ষমতা থেকে সরাতে না পারলেও রাজনীতির প্রশ্নে আওয়ামী লীগ ইতোমধ্যে পরাজিত, আমরা বিজয়ী।’
বুধবার (২২ জুন) জাতীয় প্রেস ক্লাবের মওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে আয়োজিত ‘নির্দলীয় সরকারের প্রয়োজনীয়তা ও নাগরিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ভয়েস ফর ডেমোক্রেসি অ্যান্ড ভোটার রাইটস সভার আয়োজন করে।
মান্না বলেন, ‘আওয়ামী লীগ অনেক বড় রাজনৈতিক দল। এ দেশের স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল। বঙ্গবন্ধুর মতো নেতা সেখানে ছিল, যিনি সমগ্র বাঙালি জাতিকে ৬ দফার ভিত্তিতে ঐক্যবদ্ধ করে মুক্তিযুদ্ধের পক্ষে নিয়ে গিয়েছিলেন। সেই দলকে এখন মানুষ পছন্দ করে না। যদি দেশে ভোট হয় আওয়ামী লীগের খবর থাকবে না।’
দেশের জনগণ আওয়ামী লীগ সরকারকে চায় না মন্তব্য করে তিনি বলেন, ‘এই সরকারের অধীনে শুধু নির্বাচন নয়, কোনও ভালো কাজই আশা করা যায় না। এই সরকারকে কেউ দেখতে পারে না।’
সব রাজনৈতিক দল এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে যাবে জানিয়ে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ‘লড়াইটা এখনও শেষ হয়নি। বিজয়ের যে সম্ভাবনা সেটা শেষ হয়নি বরং বহুক্ষেত্রে তা উজ্জ্বল হয়েছে।’