কাতার বিশ্বকাপে নিষিদ্ধ হতে পারে পার্টি ও যৌনতা

এনটিভি প্রকাশিত: ২১ জুন ২০২২, ১২:০৫

চলতি বছর নভেম্বরে মাঠে গড়াবে বিশ্বকাপ ফুটবল। সময়ের হিসাবে এখনও প্রায় সাড়ে চার মাস বাকি। তবে, বিশ্বকাপের বছর বলে কথা। টুর্নামেন্ট শুরু হতে দেরি হলেও, ফুটবলের বৈশ্বিক আসরের রোমাঞ্চে অংশ নিতে টিকেটের জন্য হুমড়ি খাচ্ছেন ফুটবল অনুরাগীরা।


বিশ্বকাপের সাত মাস আগেই ২৩ মিলিয়নের বেশি মানুষ টিকেটের জন্য আবেদন করেছেন। এর মধ্যে অনেকেই পেয়ে গেছেন সোনার হরিণ।  কিন্তু কাতারে যাওয়া দর্শকদের অগ্রিম সতর্কবার্তা জানাচ্ছে যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা বাহিনী। তারা মনে করছে, আসন্ন কাতার বিশ্বকাপের সময় সেখানে কেউ অবৈধ যৌনতা কিংবা পার্টি করলে শাস্তির মুখে পড়তে পতে পারে। ডেইলি স্টার ইউকের এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। 


প্রতিবেদনে বলা হয়, যৌনতায় জড়ালে, পার্টি করলে, মাদক নিলে কিংবা সমকামীতার কারণে ৭ বছরের জেল-জরিমানা হতে পারে। যদিও আয়োজকদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। কিংবা বিশ্বকাপে কেমন নিয়ম-নীতি হবে সেসবও জানানো হয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us