চারটি নতুন সেমিকন্ডাক্টর কারখানা স্থাপনের মাধ্যমে ৩ ন্যানোমিটারের চিপ তৈরিতে স্যামসাংকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাইছে টিএসএমসি। সাম্প্রতিক বছরগুলোয় অত্যাধুনিক চিপ নির্মাণ নিয়ে সেমিকন্ডাক্টর নির্মাতা কোম্পানিগুলোর মধ্যে প্রতিযোগিতা তীব্রতর হয়েছে। পরবর্তী প্রজন্মের চিপ তৈরিতে অবশ্য শীর্ষস্থান ধরে রেখেছে তাইওয়ানভিত্তিক টিএসএমসি। খবর স্যামমোবাইল।
সপ্তাহখানেক আগে ৩৫ হাজার ৫০০ কোটি ডলারের বিশাল বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করে স্যামসাং। এর মাধ্যমে টিএসএমসিকে হটিয়ে বিশ্বের বৃহত্তম চিপ ফ্যাব্রিকেশন প্রতিষ্ঠান হিসেবে দাঁড়াতে চায় তারা। পাল্টা পদক্ষেপ হিসেবে টিএসএমসিও ১২ হাজার কোটি ডলারের বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করে। এর আওতায় তাইওয়ানে চারটি নতুন ফ্যাব স্থাপনে প্রত্যেকটিতে ১ হাজার কোটি ডলার করে ব্যয় করতে যাচ্ছে টিএসএমসি।