ইউনূস মাছের ডাক্তার না মানুষের সর্বনাশের ডাক্তার : শেখ সেলিম

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৯ জুন ২০২২, ২০:১৬

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, ‘একজন ডাক্তার আছেন নাম হলো ডাক্তার ইউনূস। উনি পশুর ডাক্তার? না মাছের ডাক্তার? না গরুর ডাক্তার? না বাংলাদেশের মানুষের সর্বনাশের ডাক্তার? উনি বলে শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। অশান্তি, উনি বাংলাদেশের জন্য এ পর্যন্ত যা করেছেন, বাংলাদেশের পাই পয়সারও ভালো করেন নাই, ক্ষতি করে গেছেন।’ 


রোববার (১৯ জুন) একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশনে প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনার অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।


শেখ সেলিম বলেন, ‘সুদ খাইছেন। সুদখোর, একজন ঘুষখোর আজ আমি অর্থমন্ত্রীকে বলব, উনি যে ছয় মিলিয়ন ডলার ক্লিনটন ফাউন্ডেশনে দিয়েছেন ওই টাকা উনি কোথা থেকে দিলেন এটা আপনি তদন্ত করেন। এই টাকা মানি লন্ডারিংয়ের টাকা। বিশ্বব্যাংকের কাছে হিলারিকে নিয়ে ষড়যন্ত্র করে আর আমাদের দেশের কিছু বিএনপি নেতা তাদের সঙ্গে ষড়যন্ত্র করেছে। এই পদ্মা সেতু না করার তারা ব্যবস্থা করেছে। টরন্টোর আদালতে তারা মামলা করেছে। টরন্টোর আদালত বলছে, এখানে কোনো দুর্নীতি হয় নাই। ওদের মুখে আজ কালি পরা উচিত। এরা বাংলাদেশের বন্ধু না, এরা বাংলাদেশের শত্রু।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us