করোনার ঊর্ধ্বগতি এবং মাঙ্কিপক্স

জাগো নিউজ ২৪ ড. মো. হাসিনুর রহমান খান প্রকাশিত: ১৮ জুন ২০২২, ০৯:৫১

মাঙ্কিপক্সের জুজুর ভয় আর বিগত দুই বছরের বেশি সময়ের মধ্যে সবচেয়ে স্বাভাবিক জীবনযাপনের আড়ালে মে মাসের মাঝামাঝি হতে দেশে আবারও করোনা একটু একটু করে বাড়তে শুরু করেছে। আনুবীক্ষণিক চোখেই কেবল এত দিন এই বৃদ্ধি ধরা পড়ছিল, কিন্তু গত এক সপ্তাহর বেশি ধরে এই বৃদ্ধি স্বাভাবিক চোখেই ধরা পড়ছে। করোনা শনাক্তের হারের সাপ্তাহিক গড় অনুযায়ী এপ্রিলের শেষ এবং মে মাসের প্রথম এই দুই সপ্তাহে করোনা শনাক্তের সাপ্তাহিক হার সর্বনিম্ন ০.৫ শতাংশ পর্যায়ে ছিল।


যা বৃদ্ধি পেয়ে মে মাসের মাঝামাঝিতে ০.৬ শতাংশে এবং শেষের দিকে দশমিক ৮ শতাংশে বৃদ্ধি পায়। বর্তমানে সাপ্তাহিক গড় হার বৃদ্ধি পেয়ে ১.২ শতাংশে দাঁড়িয়েছে। গত ৬ জুন দৈনিক শনাক্তের হার ১% অতিক্রম করে এবং তা মাত্র ৬ দিনের ব্যবধানে বৃদ্ধি পেয়ে ১২ ই জুন ২ দশমিক ০৬ শতাংশে দাঁড়িয়েছে। ক্রমবর্ধমান এই ধারা বজায় থাকলে জুন মাস শেষ হবার আগেই করোনা শনাক্তের হার দশের ঘর অতিক্রম করতে পারে, এবং জুলাইয়ের মাঝামাঝি হতেই করোনার মৃদু ঢেউ আসতে পারে এমন সমূহ আশঙ্কা রয়েছে। নিবিড় ভাবে করোনার ট্রাজেক্টরি পর্যবেক্ষণ করার কারণে ব্যক্তিগতভাবে এমন আশঙ্কার কথা অনেক আগে থেকেই বলে আসছি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us