ভারি বৃষ্টিতে ডুবে যাওয়া সুনামগঞ্জের পানিবন্দি মানুষদের উদ্ধারসহ প্রয়োজনীয় সহায়তা দিচ্ছেন স্থানীয় স্বেচ্ছসেবীরা।
ভারতের মেঘালয়-আসামে প্রবল বৃষ্টিপাতের মধ্যে উজান থেকে নেমে আসা পানিতে ভাটির জনপদ জেলা শহরসহ পুরো সুনামগঞ্জ জেলা বৃহস্পতিবার ডুবে যায়।
সুনামগঞ্জ সদর, ছাতক, দোয়ারা, শান্তিগঞ্জসহ কয়েকটি উপজেলার মানুষের বাড়িঘর এখন পানিতে ভাসছে। জেলা শহরে সড়কে চলছে নৌকা, সড়ক যোগাযোগ হয়ে পড়েছে বিচ্ছিন্ন। একতলা বিশিষ্ট সব বাসা বাড়ি দোকান তলিয়ে গেছে।
শহরে ঘরে ঘরে আটকা পড়েছে মানুষ। সুনামগঞ্জের সঙ্গে সারাদেশের যান চলাচল বন্ধ রয়েছে। ভয়াবহ বৃষ্টি ও বজ্রপাত আরো আতঙ্ক বাড়িয়ে দিয়েছে।
দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ বন্ধ থাকায় অন্ধকারে অবর্ণণীয় দুর্ভোগ পোহাচ্ছেন নাগরিকরা।