মনিরুল হক সাক্কুর তৃতীয়বার মেয়র হওয়ার স্বপ্ন দৃশ্যত ‘ঘোড়া’ দাবড়িয়ে ধূলিসাৎ করেছেন স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার। সাক্কু ও কায়সার দুজনই বিএনপি নেতা। দলের মায়া ত্যাগ করে তাঁরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই নির্বাচন করেছেন। ঘোড়া প্রতীকে কায়সার যে ২৯ হাজারের বেশি ভোট পেয়েছেন তা মূলত বিএনপি ঘরানার ভোট।
সাক্কু আওয়ামী লীগ প্রার্থী আরফানুল হক রিফাতের কাছে হেরেছেন মাত্র ৩৪৩ ভোটে।
কুমিল্লা সিটি করপোরেশনের ফলাফল বিশ্লেষণ না করেই চোখ বন্ধ করে এ কথা বলা যায়, বিএনপির ভোট ভাগ হওয়ায় হেরেছেন সাক্কু; জিতেছেন রিফাত।
কিন্তু রিফাত ও সাক্কুর মাঝে ভোটের সামান্য যে ব্যবধান তাতে আর কোনো সমীকরণ কি আছে? নির্বাচনের কেন্দ্রভিত্তিক ফল বিশ্লেষণ করে পাওয়া গেছে জয়-পরাজয়ের আরেকটি সূচক। এই সূচকের নাম হতে পারে ‘বাহারের বাড়ির পাশের ভোট’। হ্যাঁ, সরকারদলীয় স্থানীয় এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের বাড়ির পাশের চার কেন্দ্রে বড় ব্যবধানে এগিয়ে যান রিফাত। বাকি কেন্দ্রগুলোতে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে দুই প্রার্থীর।