সদ্য বরখাস্ত ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’রর মুখপাত্র নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে সম্প্রতি সৌদি আরব, কাতার, কুয়েতসহ আরবের দেশগুলোর কড়া সমালোচনার মুখে পড়ে ভারত। তবে বিতর্কিত পরিস্থিতিতির মধ্যে ভারত থেকে কুয়েতে রফতানি করা হচ্ছে ১৯২ হাজার কেজি গরুর গোবর।
কুয়েতে জৈব সার চাষাবাদে ব্যবহার করার জন্য এই গোবর পাঠানো হচ্ছে। গত বুধবার (১৫ জুন) ভারতের কনাকাপুরা রেলওয়ে স্টেশন থেকে গোবরের প্রথম বরাত কুয়েতের উদ্দেশে রওনা হয়েছে। শুল্ক দফতরের তত্ত্বাবধানে গোবর প্যাকেটজাত করার কাজ চলছে বলেও জানা যায়। কুয়েতের একটি বেসরকারি সংস্থায় এই গোবর রফতানি হচ্ছে। এ বিষয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তিও সম্পন্ন হয়েছে।