২০২০ সালের মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প এবং তার অন্ধ অনুসারীরা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন ধরনের কল্পিত অভিযোগ আনে। সামাজিক যোগাযোগমাধ্যমে, নির্বাচনে ঘটে যাওয়া বিচ্ছিন্ন কিছু অঘটন/ ঘটনাকে ঘিরে তারা বায়বীয় অভিযোগ তোলে এবং মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে।
রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে নির্বাচনে অনিয়ম ও কারচুপি করে তাকে হারিয়ে দেওয়া হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে যে অভিযোগগুলো করা হয়েছে সেগুলো হলো–
১. পোল ওয়াচারদের (পোলিং এজেন্ট) ভোট গণনার সময় থাকতে দেওয়া হয়নি।