রাজশাহীতে চোর চক্রের পাঁচজন গ্রেফতার

বার্তা২৪ প্রকাশিত: ১৬ জুন ২০২২, ১৭:৫১

রাজশাহীতে ল্যাপটপ ও মোবাইল ফোন চুরি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৯টি চোরাই ল্যাপটপ ও ৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। রাজশাহীর মতিহার থানা পুলিশ এ অভিযান চালিয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে পাঁচজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


গ্রেফতারকৃত সদস্যরা হলেন- আরিফুল ইসলাম আরিফ (২৫), জয় হোসেন (২২), সাকির হোসেন সুইট (২৫), শফিউর রহমান শাফি (২০) ও তৌশিক রহমান সিয়াম (১৭)। নগরীর বিভিন্ন এলাকায় তাঁদের বাড়ি। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী নগর পুলিশের (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক তাঁর দপ্তরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন।


তিনি জানান, গত ৮ জুন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) টিনশেড হলরুম থেকে তিনটি ল্যাপটপ ও চারটি মোবাইল ফোন চুরি হয়। রুয়েটের ছাত্র লুৎফুল্লাহ হিল কবির চৌধুরী এ নিয়ে নগরীর মতিহার থানায় একটি মামলা করেন। এরপর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিনসহ পুলিশ সদস্যরা রুয়েটের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করে আসামি আরিফুল ইসলাম আরিফকে শনাক্ত করেন। এরপর তাকে একটি চোরাই মোবাইল ফোনসহ গ্রেফতার করা হয়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us