কুমিল্লা সিটি নির্বাচনের শেষ মুহূর্তের একটি ফোনকলে ভোটের ফল পাল্টে দেওয়া হয়েছে—পরাজিত স্বতন্ত্র প্রার্থী মনিরুল হকের (সাক্কু) বরাত দিয়ে এমন সংবাদ প্রকাশিত হয়েছে। এ নিয়ে নানা বিতর্কের সৃষ্টি হয়েছে। এই কথিত বক্তব্যের সূত্র ধরে একটি পক্ষ বলছে, শেষ চারটি কেন্দ্রের ফলাফল ঘোষণায় দেরি করার পেছনে বিশেষ কারণ ছিল। আবার কয়েকটি গণমাধ্যমে একটি ফোনকলে ফলাফল বদলে যাওয়ার খবরও প্রকাশিত হয়।
গতকাল বুধবার বেলা সাড়ে তিনটা থেকে নির্বাচনের ফলাফল ঘোষণার স্থান জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে প্রথম আলোর এই প্রতিবেদক ছিলেন। রাত সাড়ে নয়টার পর ফলাফল ঘোষণা শেষ হলে শিল্পকলা একাডেমি থেকে রাত ১০টার দিকে এই প্রতিবেদক সেখান থেকে বের হন।
প্রথম আলোর এই প্রতিবেদক মনিরুল হককে তেমন বক্তব্য দিতে শোনেননি।
পরে ‘কুমিল্লা সিটি নির্বাচনের ফলাফল ঘোষণা’ শিরোনামে ভোটের ফল বদলে যাওয়াসংক্রান্ত একটি ভিডিও প্রথম আলোর হাতে আসে। ওই ভিডিওতে দেখা যায়, মনিরুল হক এ ধরনের কোনো বক্তব্য দেননি। ফলাফল ঘোষণার সময় তাঁর পাশে বসে থাকা এক ব্যক্তি এ অভিযোগ করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, যিনি এ অভিযোগ করেছেন, তিনি মনিরুল হকের ছোট ভাই কাইমুল হক।