গতকাল সোমবার টাঙ্গাইলে একটি ঈদ নাটকের শুটিংয়ে ভিড়কে কেন্দ্র করে শুটিং ইউনিট ও বহিরাগত লোকজনের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। শুটিং ইউনিটের পক্ষ থেকে আগত দর্শকদের সরতে বলায় উত্তেজিত হন স্থানীয় কিছু যুবক। পরে তাঁরা সংগঠিত হয়ে প্যান্টের বেল্ট, ইট দিয়ে অতর্কিত হামলা চালান বলে জানা গেছে। এমন ঘটনায় হতবাক শুটিং ইউনিটের সদস্যরা। কেউ কেউ এই হামলায় আহতও হন।
ঢাকার বাইরে শুটিংয়ে ভিড় হওয়ার ঘটনা স্বাভাবিক। হাজার হাজার মানুষের ভিড় ঢেলে শুটিং করতে হয়। সেভাবেই গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে শুটিং হচ্ছিল ‘ভিপি’ নাটকের। নাটকে অভিনয় করছেন মুশফিক আর ফারহান ও তানজিন তিশা। এই নাটকের শুটিংয়ের জন্য বেছে নেওয়া হয়েছিল টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং আশপাশের স্থানকে।
শুটিং চলার সময় প্রচণ্ড ভিড় ছিল। ভিড় সামলে শুটিং করতে হিমশিম খাচ্ছিল টিম। তখন ইউনিটের সহকারী পরিচালক ও প্রডাকশন বয় কিছু উৎসুক দর্শককে সরে যেতে অনুরোধ করেন। তাতেই দুই পক্ষের কথা-কাটাকাটি হয় বলে জানান পরিচালক মাহমুদ মাহিন।