আজ দিন গড়িয়ে রাত পেরোলেই কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ভোট। দীর্ঘ প্রচারণা শেষে যে সমীকরণ সামনে এসেছে, তা হলো আওয়ামী লীগের আরফানুল হক রিফাত আর নির্বাচনের জন্য বিএনপি ত্যাগ করা মনিরুল হক সাক্কু—দুজনেরই বিজয়ের পথে বাধা অভিন্ন। ভোটের মাঠে পুরো দলকে সঙ্গে পাওয়া-না পাওয়া আর সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট।
গত দুদিন কুমিল্লা সিটি করপোরেশনের বিভিন্ন এলাকা ঘুরে, স্থানীয় রাজনীতির পর্যবেক্ষক ও দল দুটির স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলে এমন আভাসই মিলেছে।
এই নির্বাচন ঘিরে ছয়টি বলয় তৈরি হয়েছে সরকারি দল আওয়ামী লীগে। মেয়র প্রার্থী রিফাত সব পক্ষের নেতাকর্মীকে মাঠে নামাতে পারেননি। তবে তিনি মনে করেন, বেশির ভাগ নেতা তাঁর পক্ষে। দু-একজন কাজ না করলে তা ভোটে প্রভাব ফেলবে না। বিএনপি আনুষ্ঠানিকভাবে নির্বাচনে নেই। কিন্তু দলটির নেতা করপোরেশনের সদ্যোবিদায়ি মেয়র মনিরুল হক সাক্কু বললেন, তিনি কর্মীর শক্তিতে বিশ্বাসী। নেতারা পাশে না থাকলেও সমস্যা নেই। নির্বাচনের আগে তিনি দল ছাড়েন; কিন্তু দলের অভ্যন্তরীণ বিরোধ তাঁকে ছাড়েনি।