টানটান উত্তেজনার মধ্য দিয়ে শেষ হয়েছে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের শেষ দিনের প্রচার-প্রচারণা। সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নগরের বিভিন্ন এলাকায় প্রচার চালিয়েছেন প্রার্থীরা। যার যার মতো করে শোডাউন করেছেন নগরীর বিভিন্ন সড়ক এবং পাড়া-মহল্লায়।
প্রচারের শেষ দিনে নানা উদ্বেগ সৃষ্টি হয়েছিল ভোটারদের মধ্যে। কারণ নগরীতে ছিল বিপুলসংখ্যক বহিরাগত লোকের সমাগম। তবে শেষ মুহূর্তে এসব বহিরাগতের বেশির ভাগই নগর ছেড়েছে। শেষ দিনেও প্রার্থীরা ভোটারদের দিয়েছেন নানা ধরনের প্রতিশ্রুতি।
পাশাপাশি করেছেন মেয়র প্রার্থীরা পালটাপালটি অভিযোগও। একে অপরের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনা এবং প্রভাব বিস্তারের অভিযোগ তুলেছেন। ভোটের মাঠে বহিরাগত নিয়ে এসে মাঠ দখলের শঙ্কাও রয়েছে। এমন পরিস্থিতিতে আগামীকাল বুধবার সকাল থেকে শুরু হবে ভোটগ্রহণ।